সোমবার, ১২ মার্চ, ২০১২

ফ্রি মোবাইল সাইট থেকে আয়

কেমন আছেন ?আশা করি ভাল আছেন ।আজ আপনাদের বলব কি করে আপনার মোবাইল সাইট [wapsite]দিয়ে .in ডোমেইন কিংবা মোবাইল রিচার্জ/ডলার আয় করতে পারেন । যাক প্রথমে আসি কি করে .in ডোমেইন নিবেন । প্রথম কাজঃ একটি মোবাইল ওয়াপসাইট তৈরী করুন । দ্বিতীয় কাজঃ ad4domain.in এই সাইটে রেজিষ্টার করুন । তৃতীয় কাজঃ এবার Get install code লেখায় ক্লিক করলে একটা কোড পাবেন লিংকটি দেখতে হলে অবশ্যইনিবন্ধন অথবা প্রবেশ করতে হবে। । চতুর্থ কাজঃ আপনার ওয়াপসাইটের কোড অপশন [wapka.mobi হলে wml/xhtml কিংবা xtgem.com হলে Codeঅপশনে]লিংক যেখানে দেখাতে চান সেখানে পেষ্ট করুন । ব্যাস কাজ শেষ ।আপনার ঐ লিংকটাতে আস্তে আস্তে ধীরে ধীরে যেবার ৫০০টি ইউনিক ক্লিক পড়বে তখুনি পেয়ে যাবেন একটি .in ডোমেইন । এবার আসুন দেখি কি করে মোবাইল সাইট দিয়ে মোবাইলে রিচার্জ কিংবা পেপাল ডলার আয় করা যায় । প্রথম ধাপঃ admobi.in এই সাইটে গিয়ে রেজিষ্টার করুন । দ্বিতীয় ধাপঃ এবার নিচে Publishar একাউন্ট থেকে Html কোড অপশনে গেলে লিংকটি দেখতে হলে অবশ্যইনিবন্ধন অথবা প্রবেশ করতে হবে। কোড পাবেন । সেটা পুর্বের মতই আপনার সাইটে পেষ্ট করুন । সেটা পুর্বের মতই আপনার সাইটে পেষ্ট করুন । এখন এই লিংকে প্রতি ইউনিকক্লিকে আপনার একাউন্টে জমা হবে $0.1ডলার থেকে$0.2ডলার । পাঁচ ডলার জমা হলে আপনি পে আউট পেপালে কিংবা সরাসরা মোবাইলে [ফ্লেক্সিলোড ,ইজিলোড,আইটপ আপ]করতে পারবেন । আশা করি টপিকটি আপনাদের কাজে লাগবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন