নকিয়া মোবাইলের সিকিউরিটি কোড ভাঙ্গা ব্যাপারই না
পাসওয়ার্ড ভুলে যাওয়া যে কোন মানুষের
একটি সহজাত বৈশিষ্ট্য। কিন্তু ব্যাপারটা মোবাইলের ক্ষেত্রে ঘটলে একটু বেশি
বিপত্তিই দেখা দেয়। কারণ কম্পিউটার এর থেকে মোবাইলের গুরুত্ব আমাদের কাছে
অনেক বেশি। অনেকে সিকিউরিটির কথা ভেবে মোবাইলের সিকিউরিটি কোড পরিবর্তন
করে রাখে। কিন্তু সেই কোডটি ভুলে গেলে দেখা দেয় বিপত্তি। আর সেই কোড
ভাঙ্গতে আমরা চলে যাই মোবাইল সার্ভিসিং এর দোকানে আর বাধ্য হয়েই তাদের
চাহিদামত পেমেন্ট করতে হয়।
আর
এই সমস্যা থেকে আপনাকে খানিকটা মুক্তি দেওয়ার জন্য আজ আপনাদেরকে শেখাবো
কিভাবে খুব সহজেই আপনি আপনার নকিয়া মোবাইলের সিকিউরিটি কোড ভাঙ্গার জন্য
মাস্টার কোড পেতে পারেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
২। এরপর এই লিঙ্কে চলে যান।
৩। এরপর নিচের ছবিতে নির্দেশিত বক্সে সেই ইএমইআই কোডটি প্রবেশ করান।
৪। তারপর I’m legal owner of the phone with that IMEI লেখার পাশের টিক চিহ্নটি দিয়ে দিন।
৫।
এবার Generate বাটনে ক্লিক করলেই আপনার মোবাইলের জন্য মাস্টার
পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। যা দিয়ে আপনি আপনার সিকিউরিটি কোডটি ভাঙ্গতে
পারবেন।
19 Feb
আপনার মোবাইলের জন্য দূতগতির দারুন একটি ব্রাউজার।
এই সব কথা বিবেচনা করে আজ আমি আপনাদের মোবাইলের জন্য অন্যরকম একটি ব্রাউজারের সাথে পরিচয় করিয়ে দেবো। ব্রাউজারটির নাম QQ browser,
হয়ত অনেকেই এটি ব্যবহার করছেন বা চেনেন। কিন্তু যারা এখনো ব্যবহার করেননি তারা সত্যিই মিস করছেন অনেক কিছু। যারা এখনো ব্যবহার করেননি তাদের জন্যই আমার এই পোস্ট।
এই ব্রাউজারে পারফরমেন্স অপেরার চেয়ে কোন অংশে কম নয়। আমি তো এটাতেই ফেসবুক ইউজ করেই মজা পাই। খুব দ্রুত পেজ লোড হয়। যেকোন টেক্সট কপি করা যায় সহজেই। ফেসবুকের অনেক অপশন অপেরার কিছু কিছু ভার্সনে শো করে না বা কাজ করে না। কিন্তু এটাতে ফেসবুকের সব কিছুই ইজি ব্যবহার করা যায়।
ব্রাইউজারের কিছু সুবিধাবলী জেনে নিন।
* Added Download Manager to rapidly increase your download success rate.
* Added Independent Input function. Now your input history will be safely stored in the system.
* Added Confirmation Exit Message. Your current page will be saved for next viewing after you exit QQ Browser.
* Added fun splash screens to celebrate the holidays with you!
* Optimized login process and upgraded homepage
DOWNLOAD QQ BROWSER FOR UR MOBILE
08 Feb
আপনার সীমটি কি বাংলালিংক ? তাহলে আজ থেকে আপনি ও হয়ে যান আপনার সীমের কাস্টমার ম্যনেজার।
আজ আপনাদের সাথে শেয়ার করব বাংলালিংক এর অনলাইন সার্ভিস সিস্টেম।
প্রথমেই আপনাদের বলে দেই কি কি সুবিধা পাবেন এই অনলাইন সার্ভিস টি থেকে
১। ব্যলেন্স দেখতে পারবেন
২। আপনার এফ.এন.এফ দেখতে পারবেন অনলাইনে।
৩। আপনার সীমটি বর্তমানে কোন প্যাকেজে আছে দেখতে পারবেন।
৪। আপনার সীমের পিন কোড এবং পাক কোড জানতে পারবেন।
৫। সর্ব শেষ বিশটি ইনকামিং এবং আউটগোয়িং কল দেখতে পারবেন।
৬। সর্ব শেষ ১০টি রিচার্জ কতটাকা করেছেন, কখন করেছেন দেখতে পারবেন।
৭। এফ.এন.এফ নাম্বার এড করতে পারবেন এবং ডিলিট ও করতে পারবেন।
৮। বাংলালিংক এর যে কোন ভ্যালু এডেড সার্ভিস এড এবং রিমোভ করতে পারবেন।
৯। বাংলালিংক এর সার্ভিস সম্পর্কে যে কোন ধরনের অভিযোগ অনলাইনে দিতে পারবেন এবং ২৪ ঘন্টার ভেতরে রিপ্লে পাবেন।
১০। প্রিয়জন সার্ভিস চালু করতে পারবেন।
প্রথমেই আপনাদের বলে দেই কি কি সুবিধা পাবেন এই অনলাইন সার্ভিস টি থেকে
১। ব্যলেন্স দেখতে পারবেন
২। আপনার এফ.এন.এফ দেখতে পারবেন অনলাইনে।
৩। আপনার সীমটি বর্তমানে কোন প্যাকেজে আছে দেখতে পারবেন।
৪। আপনার সীমের পিন কোড এবং পাক কোড জানতে পারবেন।
৫। সর্ব শেষ বিশটি ইনকামিং এবং আউটগোয়িং কল দেখতে পারবেন।
৬। সর্ব শেষ ১০টি রিচার্জ কতটাকা করেছেন, কখন করেছেন দেখতে পারবেন।
৭। এফ.এন.এফ নাম্বার এড করতে পারবেন এবং ডিলিট ও করতে পারবেন।
৮। বাংলালিংক এর যে কোন ভ্যালু এডেড সার্ভিস এড এবং রিমোভ করতে পারবেন।
৯। বাংলালিংক এর সার্ভিস সম্পর্কে যে কোন ধরনের অভিযোগ অনলাইনে দিতে পারবেন এবং ২৪ ঘন্টার ভেতরে রিপ্লে পাবেন।
১০। প্রিয়জন সার্ভিস চালু করতে পারবেন।
তাহলে দেখে নিন কিভাবে রেজিস্ট্রেশন করবেন বাংলালিংক এর অনলাইন সার্ভিসটিতে
প্রথমে আপনার বাংলালিংক মোবাইল থেকে ম্যাসেজ অপশনে যান এবং টাইপ করুন
Reg
পাঠিয়ে দিন
৯৮৭৬ নাম্বারে
সাথে সাথে ফিরতি sms এ আপনার পাসওয়ার্ডটি পেয়ে যাবেন।
তার পর নিচের লিংক এ ক্লিক করুন
BanglaLink Online Servic
তার পর নিচের চিত্রের মত Mobile No অপশনে আপনার নাম্বারটি দিন এবং পাসওয়ার্ডটি দিন। এবার Sign In ক্লিক করুন।
08 Feb
গ্রামীণফোন কে লস করান।
08 Feb
হয়ে যান AIRTEL SIM এর কাস্টমার ম্যানাজার
আমরা হইতো সবাই জানি সব কিছুর ই ভাল মন্দ দুটি দিক আছে, ঠিক তেমনি
প্রযুক্তির উন্নতির সাথে সাথে যেমন মানুষ উপকার পাচ্ছে, কিছুটা ক্ষতির ও
শিকার হচ্ছে , আজ এমনি একটি ছোট ক্ষতির দিক নিয়ে আপনাদের সতর্ক করাই আমার
উদ্দেশ্য।
আপনি যদি Airtel গ্রাহক
হন বা আপনার পরিচিত কার Airtel লাইন থাকে অথবা আপনার অপরিচিত কার
Airtel নাম্বার জানা থাকলেও খুব সহজেই হ্যাক করতে পারবেন তার সব
তথ্য,
*নিচের লিঙ্ক এ যান
*নিচের মত দেখতে পাবেন
* নিচের মত আসবে
এবার আপনার দেওয়া নাম্বারে একটা একটিিভশন কোড যাবে,
এবার ঐ নাম্বারে ফোন করুন এবং বলুন ভাই
ভুলে একটা কোড আপনার নাম্বারে চলে গেছে, ওটা না হলে আমার বিশাল ক্ষতি হয়ে
যাবে, আপনি কোড টা বলুন না হলে আমাকে এস এম এস করুন আমি আপনার Mobile এ ১০
টাকা রিচারজ করে দিব প্লিজ ভাই উপকারটা করুন। ওই লোক যদি airtel এর এই
সার্ভিস সম্পর্কে আগে জানা না থাকে তাহলে অবশ্যই সে আপনাকে কোড দিবে।
এছাড়া আপনার যদি অন্য idea থাকে ওটা কাজে লাগান, মোট কথা ছলে বলে কৌশলে যে
ভাবে পারেন তার কাছ থেকে কন মতে কোড টা সুদু নিন। তখন আপনি
নিচের মত activation Code এর ঘরে কোড বসিয়ে দিন , Password এর ঘরে আপনার
ইচ্ছামত Password দিন,
*ব্যাস আপনার কাজ শেষ। হ্যাঁক হয়ে গেল তার নাম্বার।এবার দেখুন এখানে কি কি করতে পারবেন আপনি।
১) Current Balance কত তা দেখতে পারবেন।
২) Free এস এম এস করতে পারবেন।
৩) কোন কোন নাম্বার এ এসএমএস করা হয়েছে এবং কোন এসএমএস এ কত টাকা কাতা হয়েছে।
৪) কোন কোন নাম্বার এ কল করা হয়েছে, কোন কলে কতক্ষণ কথা হয়েছে, কোন কল এ কত টাকা কাটা হয়েছে।
৫) কোন কোন নাম্বার FNF করা আছে।
৬) FNF নাম্বার পরিবর্তন করতে পারবেন।
৭) Personal Information জানতে পারবেন, কার নামে সিমটা , + ঠিকানা জানতে পারবেন।
৮) কখন কত টাকা লোড করা হয়েছে জানতে পারবেন।
৯) কলার টিউন চালু করতে পারবেন।
১০) আপনার কানেকশন টি কোন প্যাকেজ এ আছে জানতে পারবেন, প্যাকেজ পরিবর্তন করতে পারবেন।
১১ ) আর অন্যান্য value added service on করতে পারবেন।
এবার
লক্ষ করুন আপনি যার এত ইনফরমেশন জানতে পারবেন তার কিছুটা হলেও ক্ষতি করতে
পারবেন, তাই নয় কি ? এভাবে যদি কেউ আপনার টা হ্যাঁক করে তাহলে আপনার
পারসনাল সব ইনফরমেশন সে জানতে পারবে, যার দারা সে আপনার ছোট বড় সব ধরনের
ক্ষতি করতে পারবে।তাহলে আর দেরি কেন অন্যজন হ্যাঁক করার আগেই আপনি নিজেই
account open করে নিন।তাহলে আর কেউ আপনারটা হ্যাঁক করতে পারবেনা ।
আরও
একটা গোপন কথা বলি কানে কানে, ধরুন আপনার GF or BF এই সার্ভিস টা সম্পর্কে
জানেনা আজি আপনি তাকে হ্যাঁক করুন আপনার সুবিদারর্থে । কারন আপনি জানতে
পারবেন আপনার GF or BF (girl or boy friend) আপনাকে ছাড়াও গোপনে আর
কার সাথে ঘণ্টার পর ঘণ্টা আলাপ or প্রেম চালাচ্ছে।
বিঃ
দ্রঃ অতিব জরুরী কথা হইল এই যে এটা আপনাদের জানার বা
বাচার সুবিদারথে টিউন করা, কিন্তু সাবধান কার ক্ষতির চেষ্টা করবেন না, মনে
রাখবেন মানুষের উপকার করাই মানুষের ধর্ম, আজ না হয় আপনি কার ক্ষতি
করলেন কাল ঠিক ই আপনি তার চেয়ে বর ক্ষতির শিকার হবেন।
আপনি হয়ে যান আপনার grameenphon সিমের কাস্টমার ম্যানাজার।
আজ আপনাদের জন্য গ্রামীন ফোনের অনলাইন সার্ভিস নিয়ে একটি টিউন পোস্ট
করলাম। আশা করি আপনাদের সবার ভাল লাগবে। তাহলে দেরী না করে আপনার গ্রামীন
ফোন সিমের সব তথ্য জেনে নিন অনলাইনে।
দেখে নিন কি কি তথ্য পাবেন গ্রামীনফোন Online Service টি তে।
১। আপনার সিমের সর্ব শেষ ৫০টি কল লিষ্ট দেখতে পারবেন (আওউগোয়িং এবং ইনকামিং)
২। আপনার সিমের বর্তমান ব্যলেন্স দেখতে পারবেন এবং সর্বশেষ কত টাকা রিচার্য করেছেন তাও দেখতে পারবেন।
৩। গত তিন মাসের মধ্যে আপনার সিমে কত টাকা ফ্লেক্সি ঢুকিয়েছেন তারিখ সহ দেখতে পারবেন।
৪। আপনার FnF নাম্বার দেখতে পারবেন।
৫। আপনার সিমটি কোন প্যাকেজে আছে দেখতে পারবেন।
৬। আপনার সিমটির প্যাকেজ পরিবর্তন করতে পারবেন।
৭। FnF নাম্বার চেইঞ্জ করতে পারবেন।
৮। ইন্টারনেট প্যাকেজ কিনতে পারবেন।
৯। মিস কল এলার্ট একটিভ/ডিএকটিভ করতে পারবেন।
১০। সিমটি মাইগ্রেশন করতে পারবেন (প্রিপেইড এর ক্ষেত্রে)।
আরো বহু সার্ভিস আছে যা আপনি নিজেই পারবেন এবং ভবিষ্যতে আরো নতুন নতুন সার্ভিস এড হচ্ছে।
তাহলে দেখে নিন কি ভাবে কি করতে হবে।
প্রথমে আপনাকে নিচের লিংক এ যেয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।
https://webserv.grameenphone.com/ecare/faces/Logout.jsp
তার পর
নিচের মত একটি পেইজ আসবে Registar Now এ ক্লিক করুন।
কম্পিউটারকে ছাড়িয়ে গেল স্মার্টন
AmarBill.com—বাংলালিংক, ওয়ারিদ, এয়ারটেল, রবি, flexiload সিস্টেম অনলািন
আমারবিল.কম
(amarbill.com) অনলাইনে মোবাইল ফোন রিচার্জের (Online flexiload)
(একটি নির্ভর্ যোগ্য সহজ ও সুরক্ষিত ওয়েবসাইট ) যাতে মাসটার কার্ড, ভিসা
কার্ড, ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস কার্ড এবং ব্র্যাক ব্যাংক কার্ড
দ্বারা সহজেই কাঙ্খিত নম্বরে টাকা পাঠানো যায়।৫০ টাকা থেকে ২০০০ টাকা
রবির ইজি লোড, বাংলালিংক এর আই টপ আপ, সিটিসেল এর ই-টপ আপ ও এয়ার টেল এর
ঈজি লোড যখন তখন রিচার্জ করে নিন।আমারবিল.কম (amarbill.com) এ আপনার
ব্যাংক এ্যাকউন্ট থেকে সরাসরি রিচার্জ করুন পোস্ট পেইড অথবা প্রি-পেইড
ক্যাটাগরিতে।
আমারবিল.কম (amarbill.com) এর সেবা আরো বর্ধিত হতে চলেছে ইউরোপ, আমেরিকা ও মধ্য প্রাচ্যের বাংলাদেশী কমিউনিটির
প্রতি লক্ষে রেখে এতে আরো সংযোগ হচ্ছে ইউটিলিটি বিল পেমেন্ট সাভিস ।
# বৈশিষ্ট্য
ক) যেকোন মোবাইলে তাৎক্ষনিক ক্রেডিট রিচার্জ।
খ) এস এম এস অথবা ই-মেইলে কনর্ফামেশন মেসেজ।
গ) প্রতিটি ট্রানজ্যাকশনে ইলেক্ট্রনি ইনভয়েস গ্রহন।
ঘ) যে কোন সময় যে কোন স্থান হতে ।
ঙ) প্রি-পেইডে সর্বোচ্চ ২০০০ টাকা এবং পোস্ট পেইডে সর্বোচ্চ ৫০০০ টাকা রিচার্জ ব্যবস্হা আছে।
চ) ব্র্যাক ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংক পেমেন্ট গেটওয়ে দ্বারা সুরক্ষিত
* র্নিভূল ভাবে আপনার তথ্য টাইপ করুন, যাতে রিচার্জের সমস্যা জনিত কারনে আমারবিল.কম (amarbill.com) আপনার সাথে যোগাযোগ রাখতে পারে আর আপনিও চেক স্ট্যাটাস থেকে অবগত হতে পারেন আপনার সকল অথবা অসফল ক্রেডিট রিচার্জের অবস্হা।
অবশ্য আপনার ভূল তথ্য প্রদানের জন্য আমারবিল.কম (amarbill.com) তৎক্ষনাত আপনাকে অবগত করবে, এবং সঠিক তথ্য প্রধানে আগমূ্র্ত পযন্ত আপনাকে অনুমতি দিবে না।
কিন্তু পোস্ট পেইড আর প্রি-পেইড ক্যাটাগোরিতে ভূল সিলেকশনের জন্য আমারবিল.কম (amarbill.com) দায়ী না। কারন আপনার পেমেন্টের পরই কেবল আমারবিল.কম (amarbill.com) এব্যাপারে অবগত হবে।ধ্রুত সার্পোট পেতে ই-মেইল করুন -support@amarbill.com -এ।
আর যদি ফোন নাম্বার টাইপ করতে ভূল হয় , তাহলে আমারবিল.কম (amarbill.com) – এর করার কিছুই থাকবে না। কারন ক্ষনিকের সাথে এর সিস্টেম কাজ করে থাকে।
*তথ্য প্রধানের পর “রিচার্জ নাও” বাটনে ক্লিক করলে চলে আসবে এস এস এল কর্মাস এর পেজ, সিলেকট করুন আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড এবং চলে যান আপনার ব্যাংক ওয়েব সাইটে, ব্যাস হয়ে গেল রিচার্জ। বিঃ দ্রঃ প্রতিটি রিচার্জ প্রসেসিং এর জন্য আমারবিল.কম (amarbill.com) ৬% টাকা গ্রহন করে থাকে, শতকরা এর চেয়ে আরো কমানোর প্রক্রিয়া চলছে।আাপনার অবশ্যই মাসটার কার্ড, ভিসা কার্ড, ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস কার্ড অথবা ব্র্যাক ব্যাংক কার্ড থাকতে হবে । বিঃ দ্রঃ ধাপগুলোতে পেইজ Refresh করলে অথবা Back এ চলে গেলে আপনার সকল তথ্য হারিয়ে ফেলবেন (So Don’t Refresh or back from this Page) । আপনি পরবর্তি ধাপেও যেতে পারবেন না । মাত্র পাঁচটি ধাপ পেরুলেই মোবাইলে ক্রেডিট রিচার্জ হয়ে যাবে।
আমারবিল.কম (amarbill.com) এর সেবা আরো বর্ধিত হতে চলেছে ইউরোপ, আমেরিকা ও মধ্য প্রাচ্যের বাংলাদেশী কমিউনিটির
প্রতি লক্ষে রেখে এতে আরো সংযোগ হচ্ছে ইউটিলিটি বিল পেমেন্ট সাভিস ।
# বৈশিষ্ট্য
ক) যেকোন মোবাইলে তাৎক্ষনিক ক্রেডিট রিচার্জ।
খ) এস এম এস অথবা ই-মেইলে কনর্ফামেশন মেসেজ।
গ) প্রতিটি ট্রানজ্যাকশনে ইলেক্ট্রনি ইনভয়েস গ্রহন।
ঘ) যে কোন সময় যে কোন স্থান হতে ।
ঙ) প্রি-পেইডে সর্বোচ্চ ২০০০ টাকা এবং পোস্ট পেইডে সর্বোচ্চ ৫০০০ টাকা রিচার্জ ব্যবস্হা আছে।
চ) ব্র্যাক ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংক পেমেন্ট গেটওয়ে দ্বারা সুরক্ষিত
* র্নিভূল ভাবে আপনার তথ্য টাইপ করুন, যাতে রিচার্জের সমস্যা জনিত কারনে আমারবিল.কম (amarbill.com) আপনার সাথে যোগাযোগ রাখতে পারে আর আপনিও চেক স্ট্যাটাস থেকে অবগত হতে পারেন আপনার সকল অথবা অসফল ক্রেডিট রিচার্জের অবস্হা।
অবশ্য আপনার ভূল তথ্য প্রদানের জন্য আমারবিল.কম (amarbill.com) তৎক্ষনাত আপনাকে অবগত করবে, এবং সঠিক তথ্য প্রধানে আগমূ্র্ত পযন্ত আপনাকে অনুমতি দিবে না।
কিন্তু পোস্ট পেইড আর প্রি-পেইড ক্যাটাগোরিতে ভূল সিলেকশনের জন্য আমারবিল.কম (amarbill.com) দায়ী না। কারন আপনার পেমেন্টের পরই কেবল আমারবিল.কম (amarbill.com) এব্যাপারে অবগত হবে।ধ্রুত সার্পোট পেতে ই-মেইল করুন -support@amarbill.com -এ।
আর যদি ফোন নাম্বার টাইপ করতে ভূল হয় , তাহলে আমারবিল.কম (amarbill.com) – এর করার কিছুই থাকবে না। কারন ক্ষনিকের সাথে এর সিস্টেম কাজ করে থাকে।
*তথ্য প্রধানের পর “রিচার্জ নাও” বাটনে ক্লিক করলে চলে আসবে এস এস এল কর্মাস এর পেজ, সিলেকট করুন আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড এবং চলে যান আপনার ব্যাংক ওয়েব সাইটে, ব্যাস হয়ে গেল রিচার্জ। বিঃ দ্রঃ প্রতিটি রিচার্জ প্রসেসিং এর জন্য আমারবিল.কম (amarbill.com) ৬% টাকা গ্রহন করে থাকে, শতকরা এর চেয়ে আরো কমানোর প্রক্রিয়া চলছে।আাপনার অবশ্যই মাসটার কার্ড, ভিসা কার্ড, ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস কার্ড অথবা ব্র্যাক ব্যাংক কার্ড থাকতে হবে । বিঃ দ্রঃ ধাপগুলোতে পেইজ Refresh করলে অথবা Back এ চলে গেলে আপনার সকল তথ্য হারিয়ে ফেলবেন (So Don’t Refresh or back from this Page) । আপনি পরবর্তি ধাপেও যেতে পারবেন না । মাত্র পাঁচটি ধাপ পেরুলেই মোবাইলে ক্রেডিট রিচার্জ হয়ে যাবে।
মোবাইলটি যদি ডুয়েল সিমের হয় তাহলে এই ট্রিক্সটি আপনার জন্যই
আমরা
যারা ডুয়েল সিমের ফোন ব্যবহার করি তাদের ক্ষেত্রে একটি কমন প্রবলেম
হচ্ছে সিম-১ দিয়ে কথা বলার সময় সিম-২ বন্ধ দেখায় অথবা সিম-২ দিয়ে কথা
বলার সময় সিম-১ বন্ধ দেখায়। MCA ব্যবহার করে যদিও পরবর্তীতে সেই ব্যর্থ
কলগুলো দেখা যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা অনেক দেরি হয়ে পড়ে। আর
কলগুলো যদি খুবই ইম্পরট্যান্ট হয় তাহলে তো কথাই নেই।
কিন্তু
ভেবে দেখুন তো এমন যদি হত, সিম-১ দিয়ে কথা বলার সময় সিম-২ এর কল
ওয়েটিং দেখাবে কিংবা সিম-২ দিয়ে কথা বলার সময় সিম-১ এর কল ওয়েটিং
দেখাবে তাহলে কেমন হয়?
নিশ্চয়ই মন্দ হয়না। এমন হলে ইম্পরট্যান্ট বা আনইম্পরট্যান্ট কোন কলই মিস যাবে না সময়মত।
প্যাচাল মেলা হইল। এবার আসুন দেখি কিভাবে করা যায় এই কাজটি।
- প্রথমে আপনার সিম-১ ও সিম-২ এর কল ওয়েটিং একটিভেট না থাকলে একটিভেট করে নিন।
- এবার Settings এর Call settings থেকে Sim-1 Call Settings এ গিয়ে Call Divert এ যান। (কোন কোন ফোনে Call Divert অপশনটি Settings এ নাও থাকতে পারে। সেক্ষেত্রে Call Divert অপশনটি খুজে বের করুন)
- এবার Divert if unreachable বা Divert if out of reach এই জাতীয় অপশনে গিয়ে To other number এ যান।
- এখানে সিম-২ এর নাম্বারটি দিয়ে ওকে করুন।
- একইভাবে Sim-2 Call Settings এর To other number এ সিম-১ এর নাম্বারটি দিয়ে ওকে করুন।
- মনে রাখবেন, সিম-১ বা সিম-২ এর কল ওয়েটিং দেখানোর সময় উপরে Divert এর একটি চিহ্ন আসবে যা দেখে আপনাকে বুঝে নিতে হবে সিম-১ বা সিম-২ এর কল Diverted হয়ে সিম-২ বা সিম-১ এ এসেছে। ওয়েটিং অবস্থায় কলটি রিসিভ করবেন না, তাহলে কলকারীর সমপরিমান ব্যালেন্স আপনার অ্যাকাউন্ট থেকেও কাটা যাবে
29 Jan
SIM এর আজানা নাম্বার বের করুন সহজে
আমরা
সাধারণত অনেকেই হয়তো আমাদের সিম নাম্বার ভুলে যাই মাঝে মধ্যে যদি একের
অধিক সিম থাকে। আবার নতুন সিম নিলেও তা হয়ে থাকে।অথবা পুরাতন সিম কিনলে
তার নাম্বার জানা হয় না। এজন্য আপনি সহজেই আপনার মোবাইল হতে আপনার সিমের
নাম্বার জানতে পারবেন। তাও আবার কোন টাকা খরচ না করেই। এজন্য আপনার যা করতে
হবে তা হচ্ছে-
গ্রামীনফোন ইউজাররা ডায়াল করুন – *111*8*2#
বাংলালিংক ইউজাররা ডায়াল করুন – *666#
রবি ইউজাররা ডায়াল করুন – *140*2*4#
এয়ারটেল ইউজাররা ডায়াল করুন – *121*6*3#
গ্রামীনফোন ইউজাররা ডায়াল করুন – *111*8*2#
বাংলালিংক ইউজাররা ডায়াল করুন – *666#
রবি ইউজাররা ডায়াল করুন – *140*2*4#
এয়ারটেল ইউজাররা ডায়াল করুন – *121*6*3#
হ্যাক করুন বাংলালিংক সিম থেকে আনলিমিটেড এস.এম.এস !!!
আমরা বর্তমানে অনেকেই বাংলালিংক সিম ইউজ করি।
বাংলালিংক সিমে আনলিমিটেড এস.এম.এস আনার সিস্টেমটা আশা করি সবাই জানেন,তারপরও যারা জানেন না তাদের জন্য বলছি।
*132*1#লিখে ডায়াল করেReply এ আবার 1প্রেস করলেই৫.৭৫ টাকা কাটবে। এবং আপনি একদিনের জন্য ৫০০ এস এম এস পাবেন।
এভাবে প্রতিদিন ৫ টাকা দিয়ে এস এম এস কিনলে পোষায় না।
তাই আমি আজ আপনাদেরকে এমন একটি উপায় বলব যার মাধ্যমে আপনি প্রতিদিন ৫০০ কিংবা যত খুশি এস. এম.এস পেতে পারেন একদম ফ্রী। অর্থাৎ কোন টাকা কাটবেনা।
এইবার আসি কাজের কথায়।
২। সিমে ব্যালেন্স থাকতে হবে কমপক্ষে ৫.৭৫ টাকা। তবে ৭ টাকার বেশি হলে হবে না। অর্থাৎ আপনার ব্যালেন্স থাকতে হবে ৫.৭৫ থেকে ৭ টাকার মধ্যে।
৩। নোকিয়ার একটি Simple মোবাইল। যেমনঃ ১২০২,১২০৮,১২০৯,১১০০,১২০০,১১১০ ইত্যাদি হলে ভাল হয়। তবে চায়না ফোনে হবে না।
৪। অন্য আরেকটি মোবাইল ( যেকোনো মডেল ও যেকোনো অপারেটর হলে চলবে )।
২। কল টা রিছিভ করবেন না।
৩। কল টা ডুকার সাথে সাথে চাপুন *132*1#
এবং পরে Reply এ 1প্রেস করেOk চাপুন।
৪। Request not completedদেখাবে।
৫। এখন কল টা কেটে দিন অথবা Ring শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৬। এবার*124# ডায়ালকরে আপনার ব্যালেন্সদেখুন। ( দেখবেন অপরিবর্তিত আছে )।
৭। এখন *124*2# ডায়াল করে আপনার ফ্রী এস এম এস এর ব্যালেন্স দেখে নিন।
এভাবে যত খুশী ততবার এস এম এস কিনুন একদম ফ্রীতে।
বিশেষদ্রষ্টব্যঃ৩০ সেকেন্ড এর ভেতর পুরো কাজ শেষ করতে হবে। এই এসএমএস আপনি শুধু Banglalink to Banglaink নাম্বারে পাঠাতে পারবেন।
বাংলালিংক সিমে আনলিমিটেড এস.এম.এস আনার সিস্টেমটা আশা করি সবাই জানেন,তারপরও যারা জানেন না তাদের জন্য বলছি।
*132*1#লিখে ডায়াল করেReply এ আবার 1প্রেস করলেই৫.৭৫ টাকা কাটবে। এবং আপনি একদিনের জন্য ৫০০ এস এম এস পাবেন।
এভাবে প্রতিদিন ৫ টাকা দিয়ে এস এম এস কিনলে পোষায় না।
তাই আমি আজ আপনাদেরকে এমন একটি উপায় বলব যার মাধ্যমে আপনি প্রতিদিন ৫০০ কিংবা যত খুশি এস. এম.এস পেতে পারেন একদম ফ্রী। অর্থাৎ কোন টাকা কাটবেনা।
এইবার আসি কাজের কথায়।
প্রথমেআসুনদেখিযাযালাগবেঃ
১। একটি বাংলালিংক সিম।২। সিমে ব্যালেন্স থাকতে হবে কমপক্ষে ৫.৭৫ টাকা। তবে ৭ টাকার বেশি হলে হবে না। অর্থাৎ আপনার ব্যালেন্স থাকতে হবে ৫.৭৫ থেকে ৭ টাকার মধ্যে।
৩। নোকিয়ার একটি Simple মোবাইল। যেমনঃ ১২০২,১২০৮,১২০৯,১১০০,১২০০,১১১০ ইত্যাদি হলে ভাল হয়। তবে চায়না ফোনে হবে না।
৪। অন্য আরেকটি মোবাইল ( যেকোনো মডেল ও যেকোনো অপারেটর হলে চলবে )।
এইবারআসুনকিভাবেকাজটিকরতেহবেতাদেখেনেইঃ
১। প্রথমে আপনার বাংলালিংক ফোন থেকে আপনার পাশে থাকা অন্য একটিমোবাইল নাম্বারে ১ টা কল দেন।২। কল টা রিছিভ করবেন না।
৩। কল টা ডুকার সাথে সাথে চাপুন *132*1#
এবং পরে Reply এ 1প্রেস করেOk চাপুন।
৪। Request not completedদেখাবে।
৫। এখন কল টা কেটে দিন অথবা Ring শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৬। এবার*124# ডায়ালকরে আপনার ব্যালেন্সদেখুন। ( দেখবেন অপরিবর্তিত আছে )।
৭। এখন *124*2# ডায়াল করে আপনার ফ্রী এস এম এস এর ব্যালেন্স দেখে নিন।
এভাবে যত খুশী ততবার এস এম এস কিনুন একদম ফ্রীতে।
বিশেষদ্রষ্টব্যঃ৩০ সেকেন্ড এর ভেতর পুরো কাজ শেষ করতে হবে। এই এসএমএস আপনি শুধু Banglalink to Banglaink নাম্বারে পাঠাতে পারবেন।
good knowledge me..
উত্তরমুছুন