অনলাইনে জেনে নিন আপনার পাসপোর্টটি তৈরী হয়েছে কি না ।
বন্ধুগন আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমি ও আপনাদের দোয়ায় খুবই ভাল আছি। পাসপোর্ট সম্পর্কে অনেক ব্লগ লেখা হয়েছে। এ ব্যপারে আপনারা অনেক দক্ষ। তাই আজ আপনাদের সাথে শেয়ার করব পাসপোর্টের অনলাইন ইনকোয়ারী সম্পর্কে। যারা নতুন পাসপোর্ট আবেদন করে আসছেন তারা এখন থেকে অনলাইনে ই দেখতে পারবেন আপনার পাসপোর্টটি তৈরী হয়েছে কি না। তাহলে দেখে নিন কিভাবে বুঝবেন আপনার পাসপোর্টটি তৈরী হয়ে গেছে। প্রথমে আপনাকেনিচের লিংকটিতে ক্লিক করতে হবে।
http://www.immi.gov.bd/passport_verify.php
তার পর নিচের মত একটি পেইজ আসবে। ঠিক দিয়ে দেখানো যায়গায় আপনার পাসপোর্ট আবেদনের রিসিট কপি থেকে লাল কালি দিয়ে দেখানো সর্ব শেষ ৫টি ডিজিট টাইপ করুন। এবং Date of Birth জন্ম তারিখ টি দিন। তার পর Submit এ ক্লিক করুন। আশা করি আপনার তথ্যটি পেয়ে যাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন