শনিবার, ৩১ মার্চ, ২০১২

গনিত শিখুন মজা করে


গাণিতিক গেম-১
নিয়মাবলি
১. তিন অংকের একটি সংখ্যা লিখুন। সংখ্যাটির ১ম ও শেষ অংকটির পার্থক্য অবশ্যই যেন কমপক্ষে ২ হয়। যেমন- ১০৩, ২৩৪,৫৯৮ ইত্যাদি। কিন্তু ১০১, ১০২, ৩৩৩, ৯৮৯ হবে না।
২. এবার আপনার লেখা সংখ্যাটির একক ও শতক স্থানীয় অংকদ্বয় স্থায় বিনিময় করুন। অর্থাৎ আপনি যদি ১০৩লিখেন তাহলে স্থান বিনিময় করলে হবে- ৩০১।
৩. আপনার লেখা অংকটি এবং স্থান বিনিময় করে প্রাপ্ত সংখ্যার মাঝে বিয়োগ করুন।
৪. বিয়োগফলটির একক ও শতক স্থানীয় অংকদ্বয় স্থায় বিনিময় করুন।
৫. বিয়োগফল এবং স্থান বিনিময় করে প্রাপ্ত সংখ্যাদ্বয় যোগ করুন।
৬. যোগফলের সাথে ১৫ যোগ করুন।
৭. যোগফলকে ৬৯ দিয়ে ভাগ করুন।
৮. ভাগফলে প্রাপ্ত সংখ্যাটি যত, তত তম ইংরেজি বর্ণমালার অক্ষরটি দেখুন-
এটা মহান গণিতবীদ পিথাগোরাসের নামের অদ্যক্ষর- P.

গাণিতিক গেম-২
নিয়মাবলি
আপনার বয়স দেখুন-
নিচের গুনটি করুন-
২৭৩ × আপনার বয়স × ৩৭ =শর্ত- আপনার বয়স অবশ্যই ১০ থেকে ৯৯ এর মধ্যে হতে হবে।

গাণিতিক গেম-
নিয়মাবলি
১. খেলাটায় ২ জন প্লেয়ার লাগবে।
২. খেলার শুরুতে ১ম জন একটি সংখ্যা বলবে- সংখ্যাটি হবে-১।
৩. ২য় জন ঐ সংখ্যার সাথে ১ অথবা ২ যোগ করে ১টি সংখ্যা বলবে- অর্থাৎ সংখ্যাটি হবে এখন-       ২ অথবা ৩।
৪. আবার  ১ম জন ২য় জন বলার সংখ্যার সাথে ১ অথবা ২ যোগ করে ১টি সংখ্যা বলবে- অর্থাৎ ২য় জন যদি ২ বলে তাহলে সংখ্যাটি হবে এখন- ৩ অথবা ৪।
এভাবে যে ২০ বলবে সেই জয়ী।
যদি এখনো বুঝতে না পারেন, তাহলে নিচে দেখুন-
I
1

I
1

I
1
YOU
2

YOU
2

YOU
3
I
3

I
4

I
4
YOU
4

YOU
5

YOU
5
I
5

I
6

I
6
YOU
7

YOU
7

YOU
7
I
8

I
8

I
8
YOU
9

YOU
9

YOU
9
I
11

I
11

I
11
YOU
13

YOU
13

YOU
12
I
14

I
14

I
14
YOU
15

YOU
15

YOU
16
I
17

I
17

I
17
YOU
19

YOU
19

YOU
18
I
20

I
20

I
20








WIN
I

WIN
I

WIN
I
 কমেন্ট করতে বুলবেন্না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন