শনিবার, ৩১ মার্চ, ২০১২

কম্পিউটার টিপস

কম্পিউটার টিপস
মাউসের ব্যবহার কী-বোর্ডে
এনামুল হক
মাউস ব্যাবহার কি বোড দিয়ে। এ জন্য start > control panel > Accessibility options > mouse অপশনে যেতে হবে। এখানে use mouse keys অপশনকে চেক করে apply > ok দিতে হবে। কি-বোর্ডের num Lock বাটন on করে 2, 4, 6, 8 বাটন দ্বারা নেভিগেশন এবং 5 বাটন দ্বারা ক্লিক করা যাবে।
কী-বোর্ডের ডানপার্শ্বে 4 প্রেস করে বামদিকে, 6 প্রেস করে ডানদিকে, 2 প্রেস করে নিচের দিকে এবং 8 প্রেস করে উপর দিকে কার্সর পয়েন্টকে মুভ করতে পারেন। 5 প্রেস করে Enter বাটনের কাজ করে। কমান্ডটি বাতিল করতে হলে উপরোক্ত পদ্ধতিটি Aej¤^b করুন অর্থাৎ সমস্ত £ Checkmark Uncheck করুন।
কমেন্ট করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন