অনলাইনে সাংবাদিক হবার সুযোগ
অনলাইনে নাগরিক সাংবাদিক হবার সুযোগ প্রদানের মাধ্যমে যাত্রা শুরু করল Glocal24.com নামে একটি ওয়েবসাইট। এর মাধ্যমে নিজের চোখের সামনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা দ্রুত সবার কাছে তুলে ধরার সুযোগ হল। প্রতিদিন এমন অনেক ঘটনাই ঘটে যা সংবাদ মাধ্যমের কিছু সীমাবদ্ধতার কারণে প্রকাশ পায় না কিংবা নিজের দেখা সংবাদ প্রকাশের সুযোগ হয়না। অনেকে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রেরণ করে হতাশ হয় যখন তা প্রকাশ পায় না। অনলাইন নাগরিক সাংবাদিকতা আমাদের সেই সুযোগ দেবে বলে আমার বিশ্বাস।যে সকল বিষয়ে লেখার সুযোগ রযেছে:
- চোখের সামনে ঘটে যাওয়া যেকোন ঘটনা, স্থানীয় এলাকার সমস্যা ও সাফল্য।
- ক্যাম্পাস, সংগঠন, ফোরামের সংবাদ কিংবা কোন বিষয়ে রিসার্চ, রিভিউ লেখা।
- রাজনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে, খেলাধুলা, বিনোদন, তথ্য প্রযুক্তি বিষয়ে ব্যক্তিগত অভিমত প্রকাশ।
- যেকোন নাগরিক সমস্যা, দুর্নীতি কিংবা নির্যাতনের শিকার।
- ব্যবসায় ও শেয়ার মার্কেট বিষয়ক ব্যক্তিগত চিন্তা ভাবনা নিয়ে লেখা।
- নিজের কিংবা পরিচিতদের যেকোন সাফল্য কিংবা জীবনের কোন অভিজ্ঞতা।
Glocal24.com এর কিছু অনলাইন প্রতিযোগিতা:
- প্রতিমাসে সেরা লেখক ও কমেন্টারকে পুরস্কার প্রদান।
- সিটিজেন জার্নালিস্ট Caught on Camera Contest যে কোন নাগরিক সমস্যা, নিয়ম ভঙ্গ, ফিচার ছবি তুলে প্রকাশের মাধ্যমে জিতে নিন পুরস্কার।
- নাগরিক সাংবাদিকতা অ্যাওয়ার্ড।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন