অনলাইন থেকে আয় করতে কে না চায়। কেউ পারে তার অধ্যাবস্যার ফলে আবার
কেউ কাজ করার গাইড লাইন না পেয়ে বা অধর্য্য হয়ে ব্যর্থ হয়। অনলাইন থেকে
আয় করতে হলে অবশ্যই শেখার আগ্রহ এবং সময় দেয়া প্রয়োজন। অনলাইনে বিভিন্ন
ভাবে আয় করা যায়। কেউ ওয়েব ডিজাইন , গ্রাফিক্স্ ডিজাইন বা কেউ
পোগ্রামার হয়ে কাজ করছে। অনলাইন থেকে আয়ের সবচেয়ে গ্রহনযোগ্যতা বেশি
ওয়েব ডিজাইনের।
ওয়েব ডিজাইনের জন্য সাধারনত HTML,CSS,PHP,CMS (Content Management
System) জানতে হয়। আপনি এত কিছু না জেনেও শুধুমাত্র CMS (Content
Management System) যেমন: ওয়ার্ডপ্রেস বা জুমলা দিয়ে ওয়েব সাইট ডিজাইন
করতে পারেন। আমি ওডেস্কে কাজ করি সেখানে সবচেয়ে বেশি চাহিদা ওয়ার্ডপ্রেসের। আপনিও ওয়ার্ডপ্রেস শিখে নিয়ে কাজে লেগে যেতে পারেন।
আমার মনে হয় এইগুলা শিখতে খুব বেশি সময় লাগে না। এসব শেখার জন্য বাংলা ব্লগ তো আছেই , সবচেয়ে ভালো হয় ইংলিশ ব্লগ থেকে শিখতে পারলে।
আজই শিখে ফেলা শুরু করুন আর সিদ্ধান্ত নিন আপনি পারবেন কিনা।
নিচে এ গুলো শেখার কিছু লিংক শেয়ার করলাম
ওয়ার্ডপ্রেস নিয়ে জানার সবচেয়ে ভালো সাইট (ইংলিশ ভাষা)- http://codex.wordpress.org
(ইংলিশ ভাষা) http://www.wpbeginner.com/
HTML((ইংলিশ ভাষা)) – http://www.w3schools.com/html/default.asp
CSS ((ইংলিশ ভাষা))- http://www.w3schools.com/css/default.asp
PHP ((ইংলিশ ভাষা)- http://www.w3schools.com/php/default.asp
PHP (বাংলা ভাষা)- http://groups.google.com/group/phpbook/web/chapter-links
((ইংলিশ ভাষা) – PHP শেখার কিছু সাইট
(বাংলা ভাষা) – http://www.webcoachbd.com
ওয়ার্ডপ্রেস দিয়ে ডিজাইন করতে আপনাকে যে গুলো জানতেই হবে:
- এইচটিএমএল , সিএসএস এর ব্যাসিক ধারনা। এজন্য ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভার ব্যবহার করা ভাল
- ডোমেইন কেনা / ডোমেইন ডিএনএস (নেম সার্ভার) নিয়ন্ত্রন
- হোষ্টিং কেনা / হোষ্টিং এ ডোমেইন যুক্ত করা / হোষ্টিং ম্যানেজমেন্ট যেমন: নতুন সাব ডোমেইন /এফটিপি / ডাটাবেজ খোলা
- সার্ভারে নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল / আপগ্রেড / ব্যাকাপ রাখা
- সার্ভারে ওয়ার্ডপ্রেস এর নতুন থিমস বা নতুন প্লাগিন ইনস্টল / কনফিগার করা
- নতুন থিমস্ বা পুরাতন থিমস্ কাস্টোমাইজ করা যেমন: কালার , হেডার,ফুটার,পাতা টেমপ্লেট,সাইডবার,ফন্ট ষ্টাইল ইত্যাদি
- ওয়ার্ডপ্রেস এর ছোট খাটো সমস্যা টিক করা যেমন: প্লাগিন কাজ না করা/ইমেজ বা ফাইল ড্যাসবোর্ড থেকে আপলোডে সমস্যা, সাইডবার ঠিকমত না আসা,পোষ্ট পদর্শনে সমস্যা ইত্যাদি
আমার মনে হয় এইগুলা শিখতে খুব বেশি সময় লাগে না। এসব শেখার জন্য বাংলা ব্লগ তো আছেই , সবচেয়ে ভালো হয় ইংলিশ ব্লগ থেকে শিখতে পারলে।
আজই শিখে ফেলা শুরু করুন আর সিদ্ধান্ত নিন আপনি পারবেন কিনা।
নিচে এ গুলো শেখার কিছু লিংক শেয়ার করলাম
ওয়ার্ডপ্রেস নিয়ে জানার সবচেয়ে ভালো সাইট (ইংলিশ ভাষা)- http://codex.wordpress.org
(ইংলিশ ভাষা) http://www.wpbeginner.com/
HTML((ইংলিশ ভাষা)) – http://www.w3schools.com/html/default.asp
CSS ((ইংলিশ ভাষা))- http://www.w3schools.com/css/default.asp
PHP ((ইংলিশ ভাষা)- http://www.w3schools.com/php/default.asp
PHP (বাংলা ভাষা)- http://groups.google.com/group/phpbook/web/chapter-links
((ইংলিশ ভাষা) – PHP শেখার কিছু সাইট
(বাংলা ভাষা) – http://www.webcoachbd.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন