মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২

আপনার সাইটের ওয়াপ ভার্সন সহজেই তৈরী করুন

যাইহোক এ জন্য প্রথমেই নিচের ইউআরএল এর মধো আরেকটি ইইআরএল বসানোর যে জায়গা আছে তাতে আপনার সাইটের ডোমেইনটি টাইপ করুন।
http://www.google.com/gwt/n?u=http%3A%2F%2F{YOUR URL}&hl=en&mrestrict=xhtml
এবার এই ইউআরএল দিয়ে ব্রাউজ করলেই আপনার সাইটের ওয়াপ ভার্সন পাবেন।
images15.jpeg
তবে আরো সহজে ব্রাউজ করার জন্য আপনার ইউআরএল টি বসানোর পর মূল ইউআরএলটিকে আপনার সাইটের কোন সাবডোমেইন বা আপনার নিজস্ব কোন ডোমেইন দিয়ে ফরোয়ার্ডিং বা মাস্কিং করুন। তারপর আপনার নিজস্ব সেই ইউআরএলটিকে আপনার সাইটের ওয়াপ এ্যাড্রেস হিসেবে ব্যাবহার করতে পারেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন